প্রাথমিক স্তরের পঠন পাঠন শুরু শ্রেনী কক্ষে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম: দীর্ঘ প্রায় দুবছর অতিমারি করোনার জেরে শিক্ষাপ্রতিষ্ঠান ছিল বন্ধ, বিশেষ করে প্রথম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত। মধ্যিখানে যদিও অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন শুরু হয় কিন্তু করোনা ওমিক্রন এর আতঙ্কে পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে ১৫ ই ফেব্রুয়ারি পর্যন্ত পাড়ায় শিক্ষালয় নাম করনে প্রাথমিক তথা সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের পাঠদানের করানোর কথা ঘোষণা করেন রাজ্য সরকার। এরই মধ্যে আবার ১৬ ফেব্রুয়ারি থেকে শ্রেণী কক্ষে পঠন পাঠনের নির্দেশ দেন।সেই মোতাবেক বুধবার ১৬ ই ফেব্রুয়ারি থেকে শুরু হয় শ্রেনী কক্ষে পঠন পাঠন, কচি কাচাদের কলতানে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। এমন চিত্র দেখা গেছে বীরভূম জেলার খয়রাসোল ব্লকের লোকপুর বালিকা প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ে উপস্থিত হয়ে আনন্দ অনুভূতির কথা শোনায় চতুর্থ শ্রেনীর ছাত্র প্রশান্ত দাস।

    অন্যদিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা চন্দনা দাস ও শোনান গতকাল বিদ্যালয় স্যানিটাইজ সহ পরিস্কার পরিচ্ছন্ন এবং ছাত্র ছাত্রীদের আনন্দ অনূভূতি, উপস্থিতির কথা।