|
---|
আইয়ুব আলি : উত্তর ২৪ পরগনা জেলার শিবদাসপুর থানা য় স্থানীয় মসজিদের ঈমামদের নিয়ে আসন্ন ঈদ্ – উল – আযহা(কোরবানীর ঈদ) সুষ্ঠ ও শান্তিপূর্ণ এবং সম্প্রীতি র পরিবেশে সম্পন্ন হয় সে ব্যাপারে উপস্থিত ঈমাম সাহেবগন এবং এলাকার সমাজসেবী ব্যক্তি সকলে একমত হয়ে আলোচনা শেষ হয়। উপস্থিত ছিলেন এস ই পি- পার্থ রঞ্জন মন্ডল, শিবদাসপুর থানার আই – সি – সমীর কুমার দাস, মামুদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা মালাকার, বিশিষ্ঠ সমাজসেবী পার্থ সারথি পাত্র, সুরঞ্জন মালাকার, দীপক ঘোষ, কৃষ্ণ রায়, আনিসুর আলি খান সহ অন্যান্য অনেকে।