এগারো হাজার ভোল্টেজের বিদ্যুৎের খুঁটিতে ধাক্কা মারলো গাড়ি

আজিজুর রহমান, গলসি : নিয়ন্ত্রণ হারিয়ে এগারো হাজার ভোল্টেজের বিদ্যুৎের খুঁটিতে ধাক্কা মারলো একটি পন্ন বোঝাই গাড়ি। ঘটনার জেরে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। বিচ্ছিন্ন বেশ কিছু গ্রামের বিদ্যুৎ পরিসেবা। যা ঠিক করতে বেশ বেগ পেতে হয় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের। বরাত জোরে প্রানে বাঁচলেন গাড়ির চালক ও আসপাশের লোকেরা। স্থানীয়দের থেকে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ ১৯ নম্বর জাতীয় সড়কের গলসি থানার গলিগ্রামে পথ দুর্ঘটনাটি ঘটেছে। তারা জানান, গাড়িটি বর্ধমানের দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। গলিগ্রামের জিও পাম্প একটু আগে কালুর হোটেলের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। ধাক্কা মারে রাস্তার পাশে থাকা তার দোকানে। গাড়ির গতি বেশি থাকায় দোকান টপকে গাড়িটি এগারো হাজার বিদ্যুৎ সরবরাহের বেশকিছু খুঁটিতে ধাক্কা মেরে ভেঁঙে দেয়। ঘটনায় চারিদিকের বিদ্যুতের তার ছিঁড়ে পরে। শটসার্কিটের কারনে ততখনাক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান গাড়ির চালক সহ অনেকেই। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ। তারাই খবর দেন বিদ্যুৎ দপ্তরে। পাশাপাশি গাড়িতে আটকে থাকা চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে ভাঁঙা খুঁটি সরিয়ে নতুন করে বিদ্যুৎ পরিসেবা দেওয়ার ব্যবস্থা করেন। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।