মালদা থেকে কলকাতায় গিয়ে রক্তদান করলেন এহসান সেখ

নতুন গতি: রক্ত মানুষের জীবনীশক্তির মূল, বেঁচে থাকার প্রধান হাতিয়ার। পৃথিবীতে রক্তই একমাত্র ‘জীবন্ত সত্তা’ যার মাঝে কোনো জাতি ভেদ, ধর্ম ভেদ, বর্ণ ভেদ নেই। ধনী-গরিব, সাদা-কালো সবারই রক্তের বৈশিষ্ট্য ও বর্ণ একই। মানুষ সামাজিক জীব। সে হিসেবে মানুষের একে অপরের প্রতি রয়েছে কিছু সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা। আর এর মধ্যে স্বেচ্ছায় রক্তদান অন্যতম। রক্তদান একটি মহৎ মানবিক কাজ। আপনার রক্তের মাধ্যমে আরেকজন মানুষের প্রাণ বেঁচে যাবে এর মতো মহৎ মানবিক কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টা হতে পারে না। রক্ত মানবদেহের অপরিহার্য ও অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। পূর্ণমাত্রায় রক্ত থাকলে মানবদেহ থাকবে সজীব ও সক্রিয়। আর রক্তশূন্যতা বা এনিমিয়া দেখা দিলেই শরীর অকেজো ও দুর্বল হয়ে পড়ে, প্রাণশক্তিতে ভাটা পড়ে।অপরিহার্য উপাদানটি কলকারখানায় তৈরি হয় না, তৈরি হয় না বড় বড় ল্যাব ও গবেষণাগারে। বিজ্ঞানীদের নিরসল চেষ্টা সত্তেও এখনও রক্তের বিকল্প দ্বিতীয় কোনো উপাদান তৈরি করা সম্ভব হয়নি, নিকট ভবিষ্যতেও সম্ভব হবে এমনটাও আশা করা যায় না। মানুষের রক্তের প্রয়োজনে মানুষকেই রক্ত দিতে হয়। জীবন বাঁচানোর জন্য রক্তদান এতই গুরুত্বপূর্ণ যে, বলা হয় ‘করিলে রক্তদান, বাঁচিবে একটি প্রাণ’, ‘আপনার রক্ত দিন, একটি জীবন বাঁচান’, ‘সময় তুমি হার মেনেছ রক্তদানের কাছে, দশটি মিনিট করলে খরচ একটি জীবন বাঁচে।’

    গতকাল ১৮ই সেপ্টেম্বর হেল্প ফর ইউ ফাউন্ডেশনের গ্রুপে একটি দূর্লভ গ্রুপের রক্তের রিকিউজিশ আসে। রুগী ভর্তি রয়েছেন কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে, ফাউন্ডেশনের নব্য সদস্য এহসান সেখ রুবেল রক্তদানে ইচ্ছা প্রকাশ করেন এবং তিনি কালবিলম্ব না করে সঙ্গে সঙ্গে মালদা জেলার হামিদপুর অঞ্চল থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। আজ সকালে কলকাতায় নেমে তিনি ব্লাড ব্যাংকে গিয়ে রুগী মোঃ আসিফ ইকবালকে রক্ত দেন। ফাউন্ডেশনের সম্পাদক মোঃ সামিউল এহসানকে ধন্যবাদ জানিয়ে বলেন বেঁচে থাকুক মানবিকতা। তিনি রক্তদাতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা রক্ত দান করতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, মোবাইল নং- 9733037224/ +91 80015 14243/+91 95635 13492 আপনার দানকৃত রক্তে বেঁচে যাবে তিন তিনটি প্রান।