পর্যটন ব্যবসাকে বাঁচিয়ে রাখার জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে ইস্টার্ন হিমালয়া ট্রাভেল এন্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন

উত্তরবঙ্গ: চলতি পর্যটণ মরসুমে পর্যটক ঠাসা ছিল পাহাড় ডুয়ার্স। ফের নতুন করে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। ইতিমধ্যেই বাতিল হয়েছে প্রায় সমস্তরকম বুকিং। পাহাড় ডুয়ার্স ছেড়ে ঘরে ফিরে যাচ্ছেন পর্যটকেরা। ফলে মাথায় হাত পড়েছে ট্যুর অপারেটার থেকে শুরু করে এই ব্যবসার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে  জড়িত হাজার হাজার মানুষ। তাই উত্তরবঙ্গের এই শিল্প যাতে বাঁচে এই আবেদন নিয়ে এবার মুখ্যমন্ত্রী মন্ত্রীর দ্বারস্থ হচ্ছে পর্যটন ব্যবসায়ীদের সংগঠন ইস্টার্ন হিমালয়া ট্রাভেল এন্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন (এতোয়া)।

    সংগঠনের তরফে মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে বলেন, বাস ট্রেন, শপিংমল, বিনোদনস্থল, সরকারী বেসরকারী অফিস কাছারির মতন পর্যটন ক্ষেত্রেও ৫০ শতাংশ পর্যটকদের যাতায়াতে ছাড় দেওয়া হয় তার জন্য এতোয়ার তরফে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন। সংগঠনের সম্পাদক সন্দীপন ঘোষ বলেন, উত্তরবঙ্গে এই পর্যটন শিল্পের সাথে জড়িত রয়েছে কয়েক লক্ষ মানুষ। যাদের এই শিল্পের মাধ্যমে রুজিরুটি চলে। নতুনকরে এই বিধিনিষেধে প্রচুর মানুষের রুজিরুটিতে টান পড়বে। যেখানে শপিংমল সিনেমা হল সব ক্ষেত্রেই ৫০% লোক নিয়ে খোলা থাকছে, সেখানে পর্যটন কেন্দ্রগুলি ৫০% পর্যটক নিয়ে খোলা হোক।