|
---|
খান আরশাদ, বীরভূম: দেশের অন্যান্য অংশের মতো রাঙ্গামাটি বীরভূমেও শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালিত হল ঈদুল ফেতর। একমাস রমজানের রোজা রাখার পর ধর্মপ্রান মুসলিমরা আজ এলাকার বিভিন্ন মসজিদ ও ইদগাহে ইদের নামাজে শামিল হন। কিন্তু সকাল থেকেই বৃষ্টি শুরু হলেও তা ইদের খুশিকে দমিত করতে পারেনি।
বৃষ্টিতে ভিজেও কচি কাঁচা থেকে শুরু করে সবাই নামাজ পড়তে যান। নামাজের পর একে অপররের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিত সকলে সমবেত হয়ে বিশ্বশান্তির জন্য প্রার্থনাও করেন।
রাজনগর থানার পক্ষ থেকে এদিন মসজিদের ইমামদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন রাজনগর থানার ওসি সঞ্চয়ন বানার্জী। তাঁরা শুভেচ্ছা বিনিময়ও করেন একে অপরের সাথে।