|
---|
মঞ্জুর মোল্লা, নতুন গতি, নদীয়া; মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাস শেষ হতে বাকি আর মাত্র কয়েকদিন আর তারপরই খুশির ঈদ।আর এই খুশির ঈদ অসহায় গরীব দুর্দশা মানুষের মধ্যে আনন্দ উপভোগ করতে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন সাহায্যের ফেরিওয়ালা এক স্বেচ্ছাসেবী সংস্থা বেথুয়া ডহরি ও পলাশীপাড়া বিভিন্ন গ্রামের গরিব বাচ্চাদের হাতে তুলে দিলেন নতুন জামাকাপড়।
সাহায্যের ফেরিওয়ালা সভাপতি ওসমান গনি জানান আগত পবিত্র খুশির ইদ চারিদিকে দোকান বাজার ব্যস্ত মানুষের ভিড়ে, ক্রেতারা আনন্দে নতুন জামাকাপড় এর সাধ পাচ্ছে এই ইদ উৎসবে,কিন্তু কিছু ব্যতিক্রমী চিত্র আছে এই শহরে এই গ্রামে, তেমনই আজ এক ব্যতিক্রমী পিছিয়ে পড়া এলাকায় সাহায্যের ফেরিওয়ালা পরিবার বিভিন্ন ব্লকের পিছিয়ে পড়া মানুষদের কাছে কচিকাঁচা দের ইদের ও বয়স্ক মহিলা আগে হাসি ফোটাতে নতুন জামাকাপড় এর সাধ দেওয়ার মাধ্যমে তাদের খুশি করার প্রয়াস আর উৎসব হোক সবার ধনী, দরিদ্র, হিন্দু মুসলিম খ্রিস্টান সবার সব উৎসবেই সবাই সামিল হোক মানবিকতার মাধ্যমে চিরন্তন ভাবে।