|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : আসন্ন ঈদের আগে প্রায় হাজার অসহায় পরিবারের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দিলেন ইংরেজবাজার পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গায়ত্রী ঘোষ। শনিবার ইংরেজবাজার পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মিরচক এলাকায় এই অসহায় পরিবারগুলির হাতে দুধ, সিমাই, খেজুর, কাজু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
কাউন্সিলার গায়ত্রী ঘোষ জানান, পবিত্র ঈদ উপলক্ষে এদিন ১৫ নম্বর ওয়ার্ডের নাগরিকদের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। পৌরসভার চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ এর পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল বলেও জানান তিনি।