|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর…. মেদিনীপুর শহরের সিপাইবাজার-বড়আস্তানা মুসলিম সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হলো সম্প্রীতির ঈদ মিলন উৎসব। স্থানীয় সিপাইবাজার শাহ্ আদিল মার্কেট-এ অনুষ্ঠিত এই সান্ধ্যকালীন কর্মসূচিতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল অংশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা টিপু সুলতান মসজিদের ইমাম হাফিজ মোহাম্মদ মৌলানা হারুণ রসিদ, চাঁদনীচকের ইমাম সাহেব, ভারত সেবাশ্রম সংঘের স্বামী মিলনানন্দজী মহারাজ, খড়্গপুর গুরুদুয়ারের সভাপতি জিতেন্দ্র সিং, মেদিনীপুর শহরের বিভিন্ন মসজিদের ইমামগণ, মেদিনীপুর পুরসভার পৌরপ্রধান সৌমেন খান, উপ পৌরপ্রধানঅনিমা সাহা, কাউন্সিলার মিতালী ব্যানার্জী ও সীমা ভকত, চিকিৎসক ডাঃ কলিমুজ্জামান মোল্লা, ডাঃ বারি, সমাজকর্মী ফারুক মল্লিক,সরফরাজ খান, জাকির খানসহ শহরের বিভিন্ন এলাকার মহল্লাদারগণ ও এলাকার বিশিষ্ট জনেরা। উপস্থিত সকলে সম্প্রীতির বার্তা দেন। পাশাপাশি এদিনের কর্মসূচিতে এলাকার মাধ্যমিক উর্ত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়।