বীরভূমের অন্যতম সুপ্রসিদ্ধ কেরমানী সাহেবের স্মৃতি বিজড়িত খুষ্টিগিরী দরগাহ শরিফ প্রাঙ্গণে ঈদের জামাত

মহঃ সফিউল আলম , নতুনগতি, বীরভূম: প্রতি বছরের মতো এবছরও বীরভূমের অন্যান্য স্থানের পাশাপাশি হজরত কেরমানী সাহেবের স্মৃতি বিজড়িত খুষ্টিগিরির দরগাহ শরিফ প্রাঙ্গণে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ যথাযথ ভাবে অনুষ্ঠিত হয়৷ সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি সবার জীবনে যাতে সুখ শান্তি নেমে আসে তার জন্য বিশেষ প্রার্থনাও করা হয়৷

    বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক মানুষ অংশ নেন নামাজ পাঠে৷ পরে মাজির শরিফ জিয়ারত করেন তাঁরা৷
    বুধবার সকালে ঈদের দিন বৃষ্টিকে অগ্রাহ্য করে মানুষজন ভিড় করেন দরগাহ প্রাঙ্গণে৷ হজরত কেরমানী সাহেবের উত্তরসুরী বিশিষ্ট লেখক তথা সমাজসেবী সৈয়দ বজলে রহমান কেরমানী সকলকে শুভেচ্ছা জানান৷ সবার মঙ্গল কামনা করেন তিনি৷ বজলে সাহেবকে পুষ্প স্তবক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন পাঁরুই থানার ওসি দেবব্রত সিনহা৷ তাঁকে ও অপর এক আধিকারিককে জলযোগে আপ্যায়িত করা হয় দরগাহ শরিফের তরফে৷ বজলে রহমান সাহেবের পরিবারের সদস্য, প্রতিনিধিদের তৎপরতাও ছিল যথেষ্ট৷ এবারও দিনভর কেরমানী সাহেবের মাজার দর্শন ও জিয়ারত করার জন্য ভক্তরা ভিড় জমান মাজার চত্বরে৷ দরগাহ শরিফের পক্ষ থেকে জানানো হয়, সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে৷ সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ জানান তাঁরা৷