বীরভূম জেলার ঐতিহ্যবাহী খুষ্টিগিরীতে ঈদের নামাজ আদায়

সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:-বীরভূম জেলার পাড়ুই থানার খুষ্টিগিরী দরগাহ শরীফ প্রাঙ্গণে শনিবার সকাল সাড়ে সাতটায় শুরু হয় পবিত্র ঈদ উল ফেতেরের নামাজ।খুষ্টিগিরী পার্শ্ববর্তী গ্রামগুলি থেকেও এদিন অজস্র মানুষ আসেন এবং ঈদের নামাজে সামিল হন।

    দীর্ঘ এক মাস রোজাব্রত পালনের মাধ্যমে ত্যাগ-সংযম অনুশীলনের পর বাস্তবিকই এই ঈদ সবার মনে জাগিয়ে তোলে খুশির জোয়ার। পবিত্র ঈদ উল ফেতেরের নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করেন, কুশল বিনিময়ে ব্যস্ত হয়ে পড়েন। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দিয়ে সকলকে মানবতাবোধে উদ্বুদ্ধ করেন খুষ্টিগিরী দরগাহ শরীফের বর্তমান মোতাওয়াল্লী ও সাজ্জাদানেশীন হজরত সৈয়দ শাহ হাফিজুর রহমান কেরমানী সাহেব।

    পবিত্র ঈদ উপলক্ষে পুণ্যতীর্থ খুষ্টিগিরী দরগাহ শরীফ দর্শনে ও সুফি সাধক হজরত আব্দুল্লাহ কেরমানী (রহঃ) এঁর মাজার শরীফ জিয়ারতে স্থানীয় ও দূরবর্তী এলাকা থেকে সব ধর্মের মানুষ ভিড় জমান সকাল থেকে। এদিন পূণ্যার্থীদের সমাগমে খুষ্টিগিরী দরগাহ শরীফ সম্প্রীতির মিলনক্ষেত্রে পরিণত হয়ে ওঠে।