ঈদুল আজহার নামাজপাঠ মালদা কালিয়াচকের সুজাপুর নয়মৌজা ঈদগাহ ময়দানে হবে না।

নতুন গতি নিউজ ডেস্ক,মালদা: ঈদুল আজহার নামাজপাঠ মালদা কালিয়াচকের সুজাপুর নয়মৌজা ঈদগাহ ময়দানে হবে না। নয়মৌজা ঈদগাহ কমিটি গত বুধবার একটি সভা ডেকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্তের কথা সব মসজিদে মসজিদে জানিয়ে দেওয়া হয়েছে। লিখিতভাবে প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে। ঈদগাহ কমিটির তরফে বিজ্ঞাপন দিয়ে প্রচারও করা হচ্ছে। রাজ্য ও মালদা জেলায় করোনা পরিস্থিতি ভয়ানক হওয়ায় এবং দিনের পর দিন পুলিশ কর্মী থেকে শুরু করে স্বাস্থ্য কর্মী এবং সাধারন মানুষ সংক্রামিত হচ্ছেন। এমনকি জেলায় মৃত্যুর সংখ্যা বাড়ছে।

    এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নয়মৌজা ঈদগাহ কমিটির সদস্যরা নয়মৌজা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ না করার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করেছে। ফলে নয়মৌজা ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ একত্রিত হয়ে আজহার নামাজ আদায় করা কতটা যুক্তিযুক্ত হবে, সমস্ত বিষয় যে পর্যালোচনা করার পরেই সিদ্ধান্ত নিয়েছেন নয়মৌজা ঈদগাহ কমিটি কমিটি।
    নয়মৌজা ঈদগাহ কমিটির সম্পাদক হামিদুর রহমান বলেন, ‘‌করোনা’‌র মতো সংকটে দাঁড়িয়ে প্রশাসনের সমস্ত নির্দেশ ও সচেতনতামূলক কার্যক্রমকে মান্যতা দিয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত শরিয়ত ও সরকারি নির্দেশকে মান্যতা দিয়ে গৃহীত হয়েছে। কারণ এই ঈদগাহ ময়দানে লক্ষাধিক মানুষ ঈদের নামাজ আদায় করে থাকেন। কিন্তু এই পরিস্থিতিতে কোনমতেই জমায়েত করা সম্ভবপর হবে না। তাই ঈদুল আজহার নামাজ এইবারও নয়মৌজা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে না।’‌

    নয়মৌজা ঈদগাহের ইমাম মুফতি আসাদুল্লাহ শেখ বলেন, ‘‌মালদা জেলায় করোনার মোকাবিলা করে চলেছে প্রশাসন। তাই আমাদেরও দায়িত্ব রয়েছে প্রশাসনের পাশে দাঁড়ানো। লক্ষাধিক মানুষ একত্রিত হয়ে নামাজ আদায় করা এই মুহূর্তে কোন মতেই যুক্তিযুক্ত হবে না। তাই নয়মৌজা ঈদগাহ কমিটি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এবং নয়মৌজা বাসীর স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’‌ যথাসম্ভব বড় জমায়েত না করে ছোট ছোট জমায়েতের মধ্য দিয়ে ঈদের নামাজ যেন আদায় করা হয় সেই বিষয়ে সকলকে নজর রাখার কথা বলা হয়েছে।