|
---|
খান আরশাদ, বীরভূম:
রাজনগরের বিভিন্ন স্থানে সোমবার সকালে যথাযথ মর্যাদার সাথে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হল, উপস্থিত DSP হেডকোয়ার্টার ।
অন্যান্য অংশের পাশাপাশি ঝাড়খন্ড সীমান্তবর্তী অঞ্চল রাজনগরেও সোমবার ঈদুল আযহার নামাজ পড়লেন মুসলিম সম্প্রদায়ের মানুষ।
রাজনগর থানার অন্তর্গত আড়ালি, খোদাইবাগ, ঈদগাছা, রাজনগর প্রভৃতি স্থানের ঈদগাহে ও মসজিদে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হলো। রাজনগর ঈদগাহে ঈদুল আযহার নামাজে অংশ নিলেন ডিএসপি হেড কোয়ার্টার তৌহিদ আনোয়ার।
কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য রাজনগরের বিভিন্ন স্থানের মসজিদ ও ঈদগাহ্ গুলিতে রাজনগর থানার পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা করা হয়।
নামাজ শেষে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত সকলে ।