|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: সময়ের পার্থক্য এবং চাঁদের গণনার পার্থক্যের ভিত্তিতে সৌদি আরবে যেদিন চাঁদ ওঠে তার পরের দিনকে ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। গতকাল ঈদের চাঁদের গণনা অনুযায়ী সৌদি আরবে চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে রবিবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে, সেই অনুযায়ী ভারতবর্ষে সোমবার ঈদ পালন করা হবে।
সকলকে “ঈদ-উল-ফিতর” এর অগ্রিম শুভেচ্ছা “নতুন গতি” পরিবারের তরফ থেকে। ঘরে থাকুন, সুস্থ থাকুন, জমায়েত করে ঈদ এর নামাজ পড়া থেকে বিরত থাকুন
#সূত্র : হারামাইন শারাইফাইন