|
---|
খান আরশাদ, বীরভূম।পবিত্র ইদুজ্জোহায় যাতে এলাকায় শান্তি বজায় থাকে এই উদ্দেশ্যে বীরভূমের ঝাড়খণ্ড সীমান্তবর্তী রাজনগর থানায় একটি বৈঠক করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জী, রাজনগর শান্তি কমিটির সম্পাদক প্রদীপ দে, প্রানতোষ ওঝা, রাজনগর রাহে ইসলাম কমিটির মহঃ মফিজ আলি, মৌলানা শামসুল হক সহ এলাকার বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ। রাজনগর থানার অন্যান্য আধিকারিকগন।
প্রদীপ দে জানান প্রতি বছরের মতো এবারেও পুলিশ প্রশাসনের নির্দেশে রাজনগর থানায় একটি বৈঠক করা হল। সামনেই পবিত্র ইদুজ্জোহা। তাই এলাকায় যাতে কোন রকম কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যই এই বৈঠক করা হল।
প্রানতোষ ওঝা বলেন রাজনগর বরাবরই শান্তিপ্রবণ এলাকা। এখানে হিন্দু মুসলিম একে অপরের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে চলেন। হিন্দুদের দূর্গাপূজায় যেমন মুসলিমরা শামিল হন তেমনি মুসলিমদের ইদ, বকরিদ, মহরমে হিন্দুরাও শামিল হয়ে থাকেন।