ঈদ উল্ আদহা উপলক্ষে ফ্রি চিকিৎসা পালিতপুর মাদ্রাসায়

নিজস্ব সংবাদদাতা : পাইকর:বীরভূম : পবিত্র ঈদ উল্ আদহা উপলক্ষে ফ্রি চিকিৎসা শিবির করিলেন বীরভূম জেলার পাইকর থানার পালিতপুর গ্রামের মাদ্রাসা এস, বি, দারুস সালাম মিসবাহুল উলুম। এই শিবিরে রোগীদের চিকিৎসা করেন বিহার রাজ্যের পুর্ণিয়া জেলার ম্যাক্স-৭ হাসপাতালের সুপার ইন টেন্ডডেন্ট ডাঃ আব্দুল করিম সাহেব। এলাকার রোগী দের চিকিৎসার প্রয়োজন ও ভিড় থাকায় ডাক্তার সাহেব পরবর্তী সময়ে আবার একটি চিকিৎসা শিবির করার জন্য বলেন মাদ্রাসার সেক্রেটারি জনাব মাওলানা পিয়ার মুহম্মদ সাহেব কে। এবং ডাক্তার আব্দুল করিম সাহেব এও প্রতিশ্রুতি দেন যে বছরের বিভিন্ন সময় উনি গ্রামের বাসিন্দা দের বিভিন্ন ধরনের সাহায্য করবেন। এই শিবিরে উপস্থিত ছিলেন, চিত্র শিল্পী মুহম্মদ মানিক চাঁদ শেখ ও কবি সাংবাদিক সমাজসেবি ফজল এ এলাহী সাহেব ও এলাকার গুণী ব্যক্তি