ঈদ উল আযহা উপলক্ষে বাগনানে গাছ বিতরণ।

লুতুব আলি, নতুন গতি: ঈদ উল আযহা উপলক্ষে বাগনানে গাছ বিতরণ। হাওড়া জেলার বাগনানের গাছ কাকু পবিত্র ঈদ-উল-আযহার দিনে বিনামূল্যে চারা গাছ বিতরণ করলেন। বাগনানের সকলের কাছে চন্দ্রনাথ বসু গাছ কাকু নামে খ্যাতি অর্জন করেছেন। চন্দ্রনাথ বাবু প্রত্যেকটা দিন অনুষ্ঠানের মধ্যে তিনি নিজেকে নিয়োজিত রাখেন। প্রত্যেকটি বিশেষ বিশেষ দিন তিনি মর্যাদার সঙ্গে পালন করেন । এদিন বাগনানের কাছারি পাড়ায় চন্দ্রনাথ বসু চারা গাছ নিয়ে হাজির হয়েছিলেন । তিনি যখন গাছ বিতরণ করতে থাকেন তখন অনেকে ভয় পেয়েছিলেন এই চারা গাছের জন্য বাম লাগবে নাকি? চন্দ্রক বাবু যখন তাদেরকে বলেন যে তিনি বিনামূল্যে চারাগাছ বিতরণ করছেন তখন তারা ভীষণ খুশি হন এবং আনন্দে আত্মহারা হয়ে যান। চন্দ্রনাথ বসু বলেন, ঈদ উল আযহা আত্মত্যাগের দিন। সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষরা এই দিনটি মর্যাদার সঙ্গে পালন করছেন। এই পবিত্র ঈদুল আযহা তে বিনা মূল্যে চারা গাছ বিতরণ করে সবুজায়নের বার্তা দেওয়া হল। এদিন এই চারা গাছ বিতরণ করায় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাগনানের চায়ের দোকানদার অশোক দাস, বিশিষ্ট খেলোয়াড় বিশ্বজিৎ দাস, সমাজকর্মী গৌতম পাল, প্রমুখরা এই উদ্যোগকে সাধুবাদ জানান। পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের পক্ষ থেকে এই দিনে চারাগাছ বিতরণ করা হল।