হাসপাতালে ভয়াবহ আগুন পুড়ে মৃত্যু ৮ “করোনা” রোগীর

 

    নতুন গতি ডিজিটাল ডেস্ক : আহমেদাবাদের “করোনা” হাসপাতালে ভর্তি থাকা ৮ রোগীর প্রাণ কাড়ল ভয়াবহ আগুন। বুধবার গভীর রাতে আহমেদাবাদের নবরংপুরায় শ্রেয় হাসপাতালে ভয়াবহ আগুন লাগে। প্রথমে আইসিইউতে আগুন লাগে, এবং পরে অন্যত্রও ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, নিহত রোগীরা সবাই আইসিইউতেই ভর্তি ছিল। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৩ জন মহিলা। অগ্নিকাণ্ডের খবর শুনেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৮টি ইঞ্জিন। ঘন্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে। ওই হাসপাতাল থেকে বাকি করোনা রোগীদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় ট্যুইট করে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ট্যুইট করে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা হয়। পিএমএনআরএফের তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।