এক দিবসীয় ক্যারাটে প্রশিক্ষণ শিবির

সেখ সামসুদ্দিন, ১৬ জুনঃ মেমারি থানার সেকেন্ড অফিসার বিশ্বনাথ দাস এর উদ্যোগে শিকো কাই ক্যারাটে এসোসিয়েশন পূর্ব বর্ধমানের উদ্যোগে মেমারি অভিষেক অনুষ্ঠান হলে এই এক দিবসীয় ক্যারাটে প্রশিক্ষণ শিবির করা হয়। উপস্থিত ছিলেন মেমারি থানার সেকেন্ড অফিসার বিশ্বনাথ দাস, শিকো কাই ক্যারাটে এসোসিয়েশনের চেয়ারম্যান মানিক মালিক, সহকারী চেয়ারম্যান বশিরুজ্জামান কয়াল, প্রেসিডেন্ট সমীর মালিক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অভিজিৎ সিং, সেক্রেটারি আদিত্য মাল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিবৃন্দ। চিফ গেস্ট ছিলেন সিহান মনোরঞ্জন দাস, অক্ষয় সেন, গনেশ রাম গৌর, সাংবাদিক সেখ সামসুদ্দিন প্রমুখ। এদিন ছাত্রছাত্রীদের সামনে কাতা ও কুমিত বিষয়ক সেমিনার করা হয়।