|
---|
নিজস্ব সংবাদদাতা: আজ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ষ্টেডিয়াম হলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ,মেয়র গৌতম দেব চেয়ারম্যান অলোক চক্রবর্তী এবং অন্যান্য এম আই সিরা। এছারা উপস্থিত ছিলেন টাউনের সভাপতিরা। জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানান আগামী 15আগষ্ট এবং রাখিবন্ধন উৎসব কিভাবে পালন করা হবে এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে একটা আলোচনা সভা করা হল। 15আগষ্ট দেশের কাছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিন সেই দিনটাকে কিভাবে পালন করা হবে সেটা নিয়েও আলোচনা সভা করা হল। কিভাবে এই অনুষ্ঠান করা হবে সেটা নিয়েও সবার মতামত নেওয়া হল। কিভাবে কি করা হবে বিশেষ করে 15আগষ্ট কিভাবে আমরা আমাদের এই গর্বের দিনটাকে পালন করব সেটাও ঠিক করলাম। মেয়র গৌতম দেব জানান শিলিগুড়ি এবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে।সেটাকে মনে করেই আমরা শিলিগুড়ির মানুষকে একটা অসাধারন 15ই আগষ্ট মনে করিয়ে দিতে চাই।তবে সবার সহযোগীতা প্রয়োজন।তবেই আমাদের উদ্দেশ্যে সফল হবে। চেয়ারম্যান অলোক চক্রবর্তী জানান আমাদের সবাইকে এক হয়ে এই দিনটিকে পালন করতে হবে।