বিডিও অফিসের সামনে বিক্ষোভ মিড ডে মিল কর্মীদের

বাবুল হাসান লস্কর : দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার অন্তর্গত মথুরাপুর এক নম্বর ব্লকের বিডি ও অফিসের সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন মিড ডে মিলের কর্মীদের। মূলত তাদের দাবি হলো কর্মীদের বেতন বৃদ্ধি ও সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া, দশ মাসের বেতন নয় ১২ মাসের বেতন দিতে হবে তাদের এবং অতিরিক্ত ফল মাংস খাওয়ানোর জন্য অবিলম্বে তাদের অতিরিক্ত টাকাও দিতে হবে। পুষ্টিকর খাদ্যের জন্য মাথাপিছু বরাদ্দ বৃদ্ধি ব্যতিরেকে অতিরিক্ত এবং বিশেষ খাবারের নির্দেশ দেওয়া চলবে না। রান্নার প্রয়োজনীয় সামগ্রিক প্রধান সহ এক দফা দাবিতে দুপুর থেকে বিক্ষোভ দেখাতে থাকে শেষ পর্যন্ত বিডিওর কাছে ডেপুটেশন দেয় তারা,এক নম্বর ব্লকের তেরোটি স্কুল থেকে প্রায় একশত মিড ডে মিলের মহিলারা এসে উপস্থিত হয়। তারা ব্লকের সামনে ফেস্টুন এবং প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন করে। তাদের মধ্যে তিনজন মহিলা এক নম্বর ব্লকের বিডিও সোমনাথ মান্নার কাছে ডেপুটেশন জমা দেন। এই ডেপুটিশন ব্যক্তিদের কাছে বলে দেন যে, আমি উদ্বোতন অফিসার কে জানাবো। এ বিষয়ে আমার কিছু বলার নেই। তারপর মিড ডে মিল কর্মীরা ডেপুটিশন তুলে নিয়ে বাড়ি ফিরে গেলেন।