একই সাথে দুটি ঢালাই রাস্তার উদ্বোধন করলেন মন্দির বাজারের বিধায়ক!

নুরউদ্দিন:মথুরাপুর,দক্ষিণ ২৪পরগনার মথুরাপুর এক নম্বর ব্লকের লক্ষী নারায়ণপুর উত্তর অঞ্চলের রাধাকান্তপুর গ্রামের ঢালাই রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত মন্দিরবাজারে বিধায়ক জয়দেব হালদার। জানা যায় ওই রাস্তাটি বহুদিন ধরে বেহাল দশা, এলাকার বাসিন্দাদের সেই দাবি মতো মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সুন্দরবন উন্নয়ন পর্ষদের সহযোগিতায় লক্ষ্মীনারায়নপুর উত্তর অঞ্চলের শম্ভুচন্দ্রপুর ঢালাই রাস্তা হইতে মহিলা সমিতির এস ডি বি রাস্তা পর্যন্ত ঢালাই রাস্তাটির শনিবার দিন ভিত্তি স্থাপন করেন মন্দির বাজার বিধানসভার বিধায়ক জয়দেব হালদার।সাথেসাথে রাধাকান্তপুর বিমেলেন্দু যাতুয়ার জমি হইতে মহিলা সমিতির ঢালাই রাস্তা পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ ক্যালভাট সহ উদ্বোধন করলেন মন্দিরবাজারের বিধায়ক।এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর এক নম্বর ব্লকের ব্লক তৃণমূল সভাপতি মানবিন্দু হালদার, জেলা পরিষদের সদস্যা কেয়া মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব গন।এলাকার এক বাসিন্দা বলেন এই রাস্তাটি নির্মাণ হলেই আমরা অনেকটা অসুবিধার সম্মুখীন থেকে রেহাই পাব।