|
---|
আয়ুব আলি : এখন বঙ্গ দেশ সাহিত্য পত্রিকা র ঈদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান ১৫ মে ২০২২ রবিবার কৃষ্ণ পদ মেমোরিয়াল বিল্ডিং। এখন বঙ্গ দেশ ঈদ সংখ্যা প্রকাশ করলেন সলিল সেন(সাংবাদিক) মোস্তাক আহম্মেদ (অধ্যাপক) স্বাতি দাস(বাচিক শিল্পী) এবং সম্পাদক মনিরুল ইসলাম এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক কবি সাহিত্যিক গন তাঁদের স্বরচিত কবিতা পাঠ করেন সবাই, আবৃত্তি করেন স্বাতি দাস।