|
---|
সেখ সামসুদ্দিন, ২০ জুলাইঃ পূর্ব বর্ধমানের জামালপুরে একুশে জুলাইকে সামনে রেখে তৃণমূল শিক্ষা সেলের মাধ্যমিক, প্রাথমিক ও পার্শ্ব শিক্ষকরা মিছিল করেন আজ। জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিস থেকে মিছিলটি শুরু হয়ে জামালপুর বাজার ঘুরে বাসস্ট্যান্ডে শেষ হয়। প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে নেতৃত্ব দেন আব্দুর রহমান ও সৌমেন ভট্টাচার্য এবং মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে নেতৃত্ব দেন দেবব্রত মুখোপাধ্যায়। শিক্ষকদের এই মিছিলে শিক্ষকদের সাথে পা মেলান জামালপুরের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান। দীর্ঘদিন পরে জামালপুরের বুকে তৃণমূল শিক্ষক সমিতির মিছিল হয় আজ। আজকের এই মিছিলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে অনেক শিক্ষক শিক্ষিকা মিছিলে অংশ নেন। দেবব্রত মুখোপাধ্যায়, আব্দুর রহমান ও সৌমেন ভট্টাচার্য্য সকলেই শনিবার ছুটির পরেও মিছিলে যোগদান করার জন্য সকল শিক্ষক শিক্ষিকাকে ধন্যবাদ জানান। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি তথা অভিভাবক মেহেমুদ খানকে। মেহেমুদ খান প্রথমেই মিছিলে অংশগ্রহণকারী সকল শিক্ষক শিক্ষিকাকে করজোড়ে ধন্যবাদ জানান। তিনি বলেন অনেকদিন পর শিক্ষকরা আবার রাজপথে এটা অত্যন্ত ভালো লক্ষণ। শিক্ষকরা সমাজের মেরুদন্ড। তিনি মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতিকে এক হয়ে কাজ করার কথা বলেন। তিনি সর্বদাই তাঁদের পাশে থাকবেন।