| |
|---|
সেখ সামসুদ্দিন, ১১ জুলাইঃ একুশে শহীদ স্মরণে মেমারি ১ ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটির উদ্যোগে মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সহযোগিতায় রক্তদান শিবির আয়োজিত হয়। হাটপুকুর সংলগ্ন ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বর্ধমান শহীদ শিব শংকর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় ৫০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি ১ ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মহঃ সাজাহান, মেমারি ১ ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ উদ্দিন, ছাত্র সভাপতি রাহুল দেব ঘোষাল, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম, কৃষি কর্মাধ্যক্ষ সমীরণ মজুমদার, শিক্ষা কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষ সহ বিভিন্ন অঞ্চল নেতৃত্ব।


