আন্তজার্তিক মাতৃভাষা দিবসে একুশের চেতনা

আন্তজার্তিক মাতৃভাষা দিবসে একুশের চেতনা

    জৈদুল সেখ, কান্দী: অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জীবন্তি চেতনা শিক্ষা নিকেতন এর পক্ষ থেকে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

     

    একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিনে শহীদ হয়েছেন আব্দুল বরকত, জাব্বার, সালাম, রফিকসহ অনেকেই, বাংলা ভাষার জন্য যেভাবে লড়াই করেছে তাদের সেই সংগ্রামী জীবন নিয়ে আলোচনা করেছেন জীবন্তির চেতনা শিক্ষা নিকেতনের শিক্ষক-শিক্ষার্থীরা।
    আজ সকাল আটকা থেকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, ২১ ফেব্রুয়ারি উপলক্ষ্যে কবিতা আবৃত্তি, নাটক, ছবি আঁকা ও বাংলা ভাষা নিয়ে বিশেষ আলোচনা করা হয়।উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক রাহিবুল সেখ, মিজানুর রহমান, বিধান ঘোষ, সাকিব সেখ প্রমুখ্য।
    মিজানুর রহমান বলেন যে ” আমদের চেতনা থেকেই একুশের চেতনা কে আরো বেশি জাগ্রত করতে হবে, বাংলা ভাষার গুরুত্ব আরো বেশি করে শিক্ষার্থীদের মধ্যে তুলে ধরতে হবে, বর্তমানে ইংরেজি বাংলা ভাষাকে গ্রাস করছে, তাদের হাত থেকে বাংলা ভাষাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলকেই নিতে হবে। ”
    এছাড়াও অমর একুশে দিনটি গুরুত্ব সঙ্গে পালন করলেন কান্দি পৌর মাতৃভাষা উদযাপন কমিটি। রবিবার সকালে কান্দী রাজ মহাবিদ্যালয় প্রাঙ্গণে ভাষা আন্দোলনের সহিদ কান্দী মহুকুমার বাসিন্দা আবুল বরকতের মূর্তির পাদদেশে বরকতের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন কান্দি পৌরসভার প্রশাসক অপূর্ব সরকার। পাশাপাশি কান্দি রাজ মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের পক্ষ থেকে একটি সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।