এলাকা দখল নিয়ে দুই বৃহন্নলা গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছিল বেশ কয়েকজন।

সেখ আব্দুল আজিম, হুগলি : এলাকা দখল নিয়ে দুই বৃহন্নলা গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছিল বেশ কয়েকজন। দোষীদের শাস্তির দাবিতে অভিযোগ দায়ের হয়েছিল ডানকুনি থানায়। তবে এখনও অধরা অভিযুক্তরা। এরই মধ্যে থানায় অভিযোগকারী বিভা সমাদ্দার সহ সিঙ্গুর গোষ্ঠীর একাধিক বৃহন্নলার অভিযোগ ডানকুনি টোলে গেলে প্রাণ নাশের হুমকি দিচ্ছে কোন্নগর গোষ্ঠীর বৃহন্নলারা। প্রাণ ভয়ে বেশ কিছুদিন টোলে যেতে পারেননি তারা। আজ আবারও ডানকুনি থানায় দ্বারস্থ হয় সিঙ্গুরের বৃহন্নলা। ডানকুনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনু সরকার আশ্বাসে আজ থেকে কাজে ফিরছে তারা। অন্যদিকে প্রাণ নাশের হুমকি নিয়ে কোন্নগর গোষ্ঠীর বৃহন্নলাদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তারা সমস্ত অভিযোগ অস্বীকার করে।