|
---|
বাইজিদ মন্ডল,ডায়মন্ড হারবার : রাজ্যের একাধিক জেলায় রাস উৎসব ঘিরে এখন উৎসবের আমেজ। রাস উৎসব দেখার জন্য অনেকের মনেই আগ্রহ বেড়েছে। রাস উৎসব হল যখন একটি সামাজিক, ধর্মীয়, বাণিজ্যিক বা অন্যান্য কারণে একটি স্থানে অনেক মানুষ একত্রিত হয়। রাস উৎসব এর আক্ষরিক অর্থ মিলন,আর সেই মহামিলন উৎসব উপলক্ষ করে ১৫ দিন ব্যাপী গোয়ানাড়া গোবিন্দপুর কালিচরন হাই স্কুল মাঠে রাধামাধব রাস যাত্রা মহামিলন উৎসবের আয়োজন করা হয়। এদিন প্রদীপ জ্বালিয়ে ফিতে কেটে এই রাস উৎসব এর শুভ সূচনা করেন রাধামাধব রাস উৎসব কমিটির সভাপতি অরুময় গায়েন,চলচ্চিত্র জগতের প্রখ্যাত পরিচালক বীরেশ চ্যাটার্জি, ও শুভম দাস,পরিচালক সৌম সরকার, চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী দাস ও ইরানি মুখার্জি, চলচ্চিত্র অভিনেত্রী অনুসুয়া সামন্ত,ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাধিপতি লায়লা বিবি,জেলা পরিষদের সদস্য বিমলেন্দু বৈদ্য, শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা ,সঙ্গীত শিল্পী সোমা মুখার্জি ও ঝর্না বৈদ্য, বরুণ কুমার, মাথুর গ্রাম পঞ্চায়েত প্রধান ধ্রুবজ্যোতি দলপতি, উপ প্রধান ধীরাজ কয়াল,এছড়াও উপস্থিত ছিলেন রাস উৎসব কমিটির সম্পাদক মিনা কয়াল ও মিঠুন পাইক,সেলিম শেখ,কৃষ্ণপদ হালদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। এখানে উপস্থিত সকল অভিনেতা অভিনেত্রী,পরিচালক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ দের সংবর্ধনা দেওয়া হয়। এই রাস উৎসব কমিটির সভাপতি অরুময় গায়েন জানান, ভারতবর্ষের সেরা সাংসদ দয়ালু উদার মহৎ ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় এই রাস উৎসব এর আয়োজন করা হয়। তিনি আরো বলেন এই মেলায় একে অন্যের সঙ্গে ভাব বিনিময় হয়। এই মেলায় বাংলার ঐতিহ্যের ধারক-বাহক। মেলার সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির যোগাযোগ নিবিড় ।বাংলার এই সংস্কৃতিতে থাকে সব ধর্মের মানুষের সংস্কৃতির সমন্বয়। মেলাকে ঘিরে গ্রামীণ জীবনে আসে প্রাণচাঞ্চল্য। গ্রামের এই মেলায় যাত্রা,পুতুল নাচ, নাগরদোলা, কীর্তন,যাত্রা পালার আসর এগুলো মুগ্ধ করবে আগত দর্শনার্থীদের।তিনি আরো জানান এই মেলা উপলক্ষে এলাকার সর্বধর্ম মিলিত হয়ে এক মহামিলন উৎসব হয়ে ওঠে। মেলায় আবার বিভিন্ন নাটক বা যাত্রাপালারও আয়োজন করা হবে। গ্রামীণ মৃৎশিল্প দের হাতের তৈরি জিনিস গুলো,বিভিন্ন ধরনের মাটির পুতুল বেশি জনপ্রিয় ও মেলার আরেক আকর্ষণ করে তোলে। এদিন এই ঐতিহ্যবাহী রাধামাধব রাস উৎসব এ এলাকার সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই রাস উৎসব কমিটির পক্ষ থেকে তারা জানান এই রাস উৎসব মেলাতে কোনো প্রকার মদ্যপ অবস্থায় প্রবেশ নিষেধ।