|
---|
সংবাদদাতা, মালদা: সোমবার সকালে অসীম কর্মকার নামে এক ব্যক্তি প্লাস্টিক কুড়োতে যায় মালদা থানার অন্তরগত পুরাতন মালদার মঙ্গলবাড়ি রেলগেট সংলগ্ন এলাকায়। এক ব্যাক্তি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্য হয় জানাজায় মৃত ব্যক্তির পুরাতন মালদার পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অসীম কর্মকার (৫৫)। একটি দোকানের কাছে ওই দোকানের মালিক প্রশান্ত ঘোষ দোকানের চুরি আটকানোর জন্য। দোকানের বাইরে বিদ্যুৎ তার দিয়ে দোকানের পাশে বিদ্যুৎ সংযোগ করে রাখে। সেখানে অসীম কর্মকার যায় প্লাস্টিক কুড়োতে সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। ঘটনাস্থলে পুলিশ ও বিদ্যুৎ দফতরের লোকেরা যায়। বিদুৎ দফতরের তরফে সেই তার পরিক্ষা করে যানান বিদুৎ সংযোগ কারছিল। এর পরেই অভীযুক্ত দোকানের মালিককে মালদা থানার পুলিশ প্রশান্ত ঘোষকে আটক করেন।যদিও অভিযুক্ত প্রশান্ত ঘোষ জানান, “দোকানের বাইরে আর্থিং-এর তার ছিল। বৃষ্টি বা অন্য কোনও কারণে ওই তারে বিদ্যুৎ সংযোগ হয়ে যায় বলে সে দাবি করেন।