|
---|
নতুন গতি প্রতিবেদক, চাঁচল: চাঁচল-১ নং ব্লকের মকদমপুর জিপিতে কৃষকদের বৈদুতিক ও সোলার পদ্ধতির সেচগুলি বুধবার পরিদর্শিত হলো। এদিন নির্বাহী প্রকৌশলী নির্দেশে মালদা জেলা পরিষদ কৃষি সেচ ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন সেচগুলির পরিদর্শনের যান।
সেচ গুলির জলের পিচকারীর তীব্রতা ভালোই আছে বলে জানান চাষীরা। নং ব্লকের মকদমপুর জিপিতে কৃষকদের বৈদুতিক ও সোলার পদ্ধতির সেচগুলি বুধবার পরিদর্শিত হলো। এদিন নির্বাহী প্রকৌশলী নির্দেশে মালদা জেলা পরিষদ কৃষি সেচ ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন সেচগুলির পরিদর্শনের যান।
সেচ গুলির জলের পিচকারীর গতি ভালোই আছে বলে জানান চাষীরা।