|
---|
এস ইসলাম, নতুন গতি, মুর্শিদাবাদ:বিদ্যুতের ট্রান্সফরমার বসার দাবিতে তুমুল বিক্ষোভ ইলেক্ট্রিক অফিসে। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল মুর্শিদাবাদের সাগরদিঘি এলাকায়.জানাগিয়েছে,দীর্ঘদিন ধরে সাগরদিঘির রামনগর গ্রাম ও বালিয়া ঘোড়শালাপাড়া এলাকায় লো ভোল্টেজের সমস্যা।আর এই সমস্যার কথা সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েও কোনো সুরাহা হয় নি বলে অভিযোগ।ফলে তারা গ্রামের মধ্যস্থলে একটি ট্রান্সফরমার বসানোর জন্য দাবি জানিয়ে আসছে।আর এই দাবিতেই সোমবার তারা বিক্ষোভ প্রদর্শন করে।এরপর সংশ্লিষ্ট আধিকারিকের কাছে বিষয়টি অভহিত করে।গ্রামবাসীদের অভিযোগ,সমস্যার কথা সংশ্লিষ্ট আধিকারিককে আজ তারা জানাতে গেলে তারা গ্রামবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করে।যদিও পরবর্তীতে সাগরদিঘি থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।