|
---|
দার্জিলিং: মাল্লাগুড়ির হুডাইবাড়িতে এক চাষীর বাড়িতে রীতিমতো আক্রমন চালালো হাতি।আজ সকালে হাতিটি ওই চাষীর বাড়িতে আক্রমন চালালো হাতি।
হাতির দাপটে ভেঙ্গে পড়ল ওই চাষীর কাচা ঘর এবং বাড়ি,এবং নষ্ট হয়ে গেল বাড়ির সমস্ত জিনিসপত্র।হাতিটি এরপরে আক্রমন চালায় ওই হাতির পাশের বাড়িতেও।সেখানেও ভাঙচুর করে ওই হাতি।সাথে ছিল আরো দুটো হাতি।পরে এলাকাবাসীরা ওই হাতিদের তাড়া করলে হাতিগুলি জঙ্গলের দিকে দৌড়ে চলে যায়।কখন হাতিরা আক্রমন করবেন এলাকাবাসীরা এই ভয়ে তটস্থ হয়ে আছেন।মনে করা হচ্ছে ঠিকমত খাবার না পেয়ে মাথা ঠিক থাকতে না পেরেই খিদের চোটে আক্রমন চালায় হাতিগুলি।হাতির হঠাৎ আক্রমনে নষ্ট হয়ে গেছে বহু গাছ এবং ফুল এবং ফলের বাগান।হাতিগুলি খুব সম্ভবত ডুয়ার্সের কোন জঙ্গল থেকে এসেছিল বলে মনে করা হচ্ছে।