|
---|
আলিপুরদুয়ার: বুধবার গভীর রাতে আলিপুরদুয়ারের মাদারিহাট ব্লকে হানা দেয় এক পাল হাতি। রাত একটা নাগাদ এক পাল হাতি মাদারিহাট ব্লকের সংলগ্ন এলাকা শিশুপাড়াতে তাণ্ডব চালায়। ভোর চারটে পর্যন্ত চলে এই তান্ডব লীলা।
চারটি পরিবারের চারটে ঘর ভেঙেছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেতেই বনদপ্তর এর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে। তারা জানিয়েছেন বারে বারে হাতির হানায় কারণে হতভম্ব হয়ে পড়েছেন তারা। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সরকারি নিয়ম মত আবেদন করলে অবশ্যই ক্ষতিপূরণ পাবে বলে আশ্বাস দেন তারা।