|
---|
নিজস্ব সংবাদদাতা :ঝাড়গ্রাম জেলার বিনপুর এক ব্লকের লালগড় রেঞ্জের বীরকাঁড় গ্রামে বুধবার প্রবেশ করল প্রায়
35 টি হাতির দল। ওই হাতির দলটি বীরকাঁড় গ্রামের মাঠে গিয়ে তান্ডব চালিয়ে ব্যাপক ফসলের ক্ষতি করে বলে জানিয়েছেন গ্রামবাসীরা।
যেভাবেই প্রকাশ্য দিবালোকে খাবারের সন্ধানে লোকালয়ে হাতির দল ঢুকে পড়েছে, তাতে ফসলের পাশাপাশি ঘরবাড়ির ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। যার ফলে ওই এলাকা জুড়ে হাতির হামলার আশঙ্কা ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি বন দফতরকে জানানো হয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঘটনাস্থলে গিয়ে বনদফতরের কর্মীরা হাতির দলের গতিবিধির উপর নজরদারি শুরু করেছে। তা সত্ত্বেও ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন বলে তারা জানান