রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: ঘর ছাড়ে ১১ বছরের ইউক্রেনের বালক; আত্মীয়দের হাতে তুলে দেন স্লোভাকিয়ার সীমান্তরক্ষীরা

নতুন গতি নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে গোটা ইউক্রেইন যুদ্ধবিধ্বস্ত। এরই মধ্যে রাতের অন্ধকারে ঘর, বাড়ি, মা-বাবাকে ছেড়ে স্লোভাকিয়ার সীমান্তে পিঠে ব্যাগ ও হাতে ফোন নম্বর দিয়ে হাজির হয়েছে ১১ বছরের ইউক্রেনর এক বালক।

    স্লোভাকিয়ার সীমান্তরক্ষীরা তাঁদের সোশ্যাল মিডিয়া পেজে আসল ঘটনাটি তুলে ধরেছেন। তাঁরা জানিয়েছেন “১১ বছরের ছেলেটির মা-বাবা ইউক্রেনেই থেকে যান। আর ছেলেকে বলেন দেশ ছেড়ে পালিয়ে যেতে। মা-বাবার কথা ফেলতে পারেনি ছোট্ট ছেলেটি। ছলছল চোখে মাঝরাতে জাপরজাই থেকে স্লোভাকিয়ার সীমান্তে এসে হাজির হয় ছেলেটি।”

    তাঁরা আরো জানান “ছেলেটির হাতে লেখা ফোন নাম্বারে ফোন করেই আত্মীয়দের ডেকে আনা হয়। নাবালককে তুলে দেওয়া হয় তাঁদের হাতে। ছেলেটির মায়া মাখানো হাসি ভোলা খুব কঠিন।”