|
---|
প্রখ্যাত সাপ্তাহিক নতুন গতি’র সম্পাদক-জনাব এমদাদুল হক নূরকে আজ সন্ধ্যা ৫.৩০এ বিশ্বসাহিত্য কেন্দ্রের ৮ম তলায় বাংলাদেশের কবিদের পক্ষে সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা : প্রখ্যাত সাপ্তাহিক নতুন গতি’র সম্পাদক- জনাব এমদাদুল হক নূরকে আজ সন্ধ্যা ৫.৩০এ বিশ্বসাহিত্য কেন্দ্রের ৮ম তলায় বাংলাদেশের কবিদের পক্ষে সংবর্ধনা দেয়া হবে। তার সাথে সুধিজনকে পরিচয় করিয়ে দেবেন কবি জাকির আবু জাফর। অতিথি থাকবেন কবি শাহাবুদ্দীন নাগরী ও কবি মালেকা ফেরদৌস। সভাপতিত্ব করবেন বিশিষ্ট প্রাজ্ঞজন ড. মোহাম্মদ আবদুল হাই। আয়োজনে //বুলবুল সরওয়ার ও কবিবন্ধুরা//