|
---|
জাকির হোসেন সেখ, নতুন গতি: আগামী ১২ আগষ্ট ১০ জিলহজ্জ সোমবার পবিত্র ঈদুজ্জোহা উপলক্ষে পশু কোরবানি সংক্রান্ত বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশের জরুরী পরামর্শ (নির্দেশিকা) ঘোষণা করেছে। তাতে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আযহার আগে, ঈদুল আযহার দিনে এবং ঈদুল আযহার পরবর্তী দিনগুলোতে সকল মুসলিম সম্প্রদায়ের করণীয়, পালনীয়, এবং স্মরনীয় বিষয়গুলোর মধ্যে অন্যতম হলঃ-
১) যথাসম্ভব প্রকাশ্য স্থানে কুরবানী না করা।
২) কুরবানী পরবর্তী সময়ে নানা ধরনের বর্জ্য পদার্থ যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা বা পু্ঁতে দেয়া।
৩) কুরবানী করার আগে বা পরে এমন কোনো মন্তব্য বা কটুক্তি, আচার আচরণ না করা যাতে অমুসলিম সম্প্রদায়ের প্রতিবেশী কোনো রকমের আঘাত বা ব্যাথা পায়।
৪) যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে উত্তেজিত না হওয়া। কোনরকমের গুজব না ছড়ানো এবং গুজবে কান না দেয়া।
৫) যে কোনো ধরনের ঘটনায় দ্রুত প্রশাসনের সাহায্য নেয়া।
৬) কুরবানীকৃত পশুর যে কোনো ধরনের ছবি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইউটিউব সহ যে কোনো ধরনের সোস্যাল মিডিয়ায় আপলোড বা পোস্ট না করা।
ঈদুল আযহার দিন গুলোতে উল্লিখিত বিষয়গুলো সকল এলাকাবাসীকে মেনে চলার জন্য পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।