জরুরী প্রযোজনে ইর্মাজেন্সী ব্লাড ডোর্নাস ক্লাব পুলিশের

নিজস্ব সংবাদদাতা: জীবন মরনের মুখোমুখি সময়ে দাঁড়িয়ে থাকা রোগীকে জরুরী ভিত্তিতে জোগান দিতে এবার এগিয়ে আসবে পুলিশ। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প উৎসর্গ প্রকল্পে রক্তদানের আয়োজন করে ইর্মাজেন্সী ব্লাড ডোর্নাস ক্লাব গঠন করে নজির গড়ল বীরভূমের ইলামবাজার থানা।

    ২৮ শে মে বীরভূম জেলা পুলিশের পক্ষে ইলামবাজার থানার উদ্যোগ ব্যাবস্থাপনায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ৫০ জনেরও বেশী পুলিশ কর্মী এদিন রক্তদান করেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( বোলপুর) , বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক সহ অনান্য আধিকারিক গণ উপস্হিত ছিলেন।

    পরিচালনা করেন ইলামবাজার থানার ওসি তন্ময় ঘোষ। এদিন থানার সিভিক পুলিশ সহ অনান্য পুলিশ কর্মীরা রক্তদান করেন। থানার ২৫ জন পুলিশ কর্মী নিয়ে ইর্মাজেন্সী ব্লাড ডোর্নাস ক্লাব গঠন করা হয়। এসডিপিও অভিষেক রায় বলেন, সাধারন গ্রুপ ছাড়াও রেয়ার গ্রুপের রক্তদাতা যাতে থাকে তার ব্যাবস্থা করা দরকার।

    এদিন এই রক্তদান শিবিরে স্থানীয় সমাজসেবী সংস্থা প্রত্যাশার তরফে রক্তদান শিবির পরিচালনায় সাহায্য করে। জেলা পুলিশের কর্তাদের পাশাপাশি জেলার রক্তদান আন্দোলনের কর্মী নুরুল হক, আব্দুল খালেক মল্লিক উপস্থিত ছিলেন।