ভাবনার অভিনবত্ব এনে কেশপুরে পথ নিরাপত্তা সপ্তাহের সমাপ্তি

নতুন গতি, কেশপুর:  ভাবনার অভিনবত্ব এনে পথ নিরাপত্তা সপ্তাহের সমাপ্তি হলো। পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিনে হেলমেটহীন বাইক আরোহীর দুর্ঘটনার চিত্র দর্শকের সামনে ফুটিয়ে তোলেন । ১লা সেপ্টেম্বর থেকে শুরু করে বিভিন্ন কার্যকলাপ এর মধ্য দিয়ে আজ পথ নিরাপত্তা সপ্তাহ কার্যক্রম সমাপ্ত করল কেশপুর থানা।

    এছাড়াও লিফলেট, প্ল্যাকার্ড দিয়ে ও মাইকের মাধ্যমে রাজ্য সড়কের উপর নিরাপত্তার বিষয়টি তুলে ধরা হয়। অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না , হেলমেট ব্যবহার করুন, নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালাবেন না, ইত্যাদি প্ল্যাকার্ড নিয়ে পুলিশ কর্মীরা পদযাত্রায় পা মেলান।
    এছাড়াও এদিন গাড়ি চালানো ও রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার না করা, ট্রাফিক আইন মেনে চলা-সহ বিভিন্ন বিষয়ে চলে প্রচার।

     

    কেশপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জনী কুমার তেওয়ারী পথ নিরাপত্তা বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরেন
    রাস্তায় নেমে পথ চলতি বাইক আরোহী, লরির ড্রাইভার , বাস ড্রাইভারদেরকে পথ নিরাপত্তা বিষয়ক ব্যাপারে বোঝান। যে সমস্ত বাইক আরোহী হেলমেট পরেন নি তাদেরকে হেলমেট পরার গুরুত্ব বোঝান তিনি। এছাড়াও এদিন কেশপুর থানার পক্ষ থেকে পথ চলতি মানুষদের হাতে মাক্স তুলে দিয়ে করোনা সচেতনতা প্রচার করা হয়।