|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি: গত রবিবার ডোমকল ব্লকের বিভিন্ন জায়গায় শুটিং হয়ে গেল “রুদ্র ফিল্ম” প্রযোজিত তানবির কাজি পরিচালিত “দিগন্ত” নামক স্বল্পদৈর্ঘ্যের ছবির। ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচালক স্বয়ং। প্রযোজনা করেছেন তাজমিনা পারভিন ও গোপাল সরকার।
মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন “মিঠাই” সিরিয়াল খ্যাত ফাহিম মির্জা ও “আদরের বোন” খ্যাত রেশমা মন্ডল। এছাড়াও ছিলেন গোপাল সরকার, জাকির হোসেন, খন্দকার ওমর ফারুক ও সুমাইয়া রহমান। চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন আদিত্য রাজ।
একজন তরুণের কবি হবার চেষ্টা এবং তার বেকারত্বের জীবন সমাজে তাকে কেমন পরিস্থিতির মুখে ফেলছে তা নিয়েই ছবির গল্প। পরিচালক তানবির কাজি বলেন, আশা করি মানুষকে ভাবাবে।