উটের গগনচুম্বী আওয়াজ, বিনিদ্র রজনী কাটাতে হলো ইংল্যান্ড ফুটবলারদের

নিজস্ব সংবাদদাতা:  মরু দেশের আবহাওয়াকে মানিয়ে নিতে বিশ্বকাপ শুরু হবার সপ্তাহখানেক আগে মরুভূমির দেশে পা রেখেছে ইংল্যান্ড ফুটবল দল। কাতার থেকে ১২ মাইল দূরে একটি বিলাসবহুল রিসোর্টে আস্তানা গেড়েছে তারা। রিসোর্টের একপাশে সমুদ্র, অপর পাশে মরুভূমি। অসাধারণ নির্জন পরিবেশে বিশ্রাম নিতে পারবে ইংল্যান্ড শিবির। কিন্তু দুর্ভাগ্যজনক প্রথম রাতেই তাল কাটলো। বিনিদ্র রজনী যাপন করতে হলো ইংল্যান্ড দলের ফুটবলারদের। কারণটা উটযুগলের গগনচুম্বী আওয়াজ, সমুদ্রতটে আস্তাবলে বাধা দুটি উটের গগনচুম্বী আওয়াজ এর কারনে প্রথম রাতের অভিজ্ঞতা ভালো হলো না কাতারে খেলতে আসা ইংল্যান্ড ফুটবলারদের।