বর্ষা আরও উপপোগ্য মাথারেন হিল স্টেশনে

নিজস্ব সংবাদদাতা: ভারতের অন্যতম সুন্দর হিল স্টেশন হলো মাথারেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অনুভব এর মজাটাই আলাদা। বর্ষাকালে এখানে প্রকৃতি আরো সুন্দর হয়ে ওঠে।

    টয়ট্রেন করে ঘোরার সৌভাগ্য কয়েকটি হিল স্টেশনে রয়েছে, তার মধ্যে মহারাষ্ট্রের মাথারেন। এখানে বিভিন্ন রংবাহারি গাছ দেখতে পাওয়া যায়, প্রকৃতি যেন নিজের খেয়ালে বানিয়েছে গোটা এলাকাটাকে। সারা বছরই কম বেশি পর্যটকদের ভিড় এখানে লক্ষ্য করা যায়। তবে বর্ষাকালে মাথারেন আরো সুন্দর হয়ে ওঠে। এখানে মোট ৩০ ভিউ পয়েন্ট রয়েছে, যা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। বর্ষাকালে রোদ বৃষ্টির খেলা জায়গাটিকে আরো আকর্ষণীয় করে তোলে।