|
---|
নিজস্ব সংবাদদাতা :আজ বিশ্ব পরিবেশ দিবস, শিলিগুড়ি পুরো নিগমের তরফ থেকে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হল। এদের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন রাস্তা অতিক্রম করে , শেষ হয় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে গিয়ে। এই শোভাযাত্রায় বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে পরিবেশ সচেতনতা মূলক বার্তা তুলে ধরা হয়। শোভাযাত্রায় উপস্থিত হয়েছিলেন, শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি আর রঞ্জন সরকার সহ আরো অনেকেই। মেয়র গৌতম দেব জানান পরিবেশ দিবস গোটা দেশে পালিত হচ্ছে। চেষ্টা করা হচ্ছে আমাদের শহর সবুজ করে তোলার।