|
---|
এক্সকারসনের পাশাপাশি স্যানিটারি ন্যাপকিন বিতরণে পরিবেশ সচেতনার বার্তা
নতুন গতি নিউজ ডেস্ক : সুন্দরবনের এক্সকারসনের পাশাপাশি স্যানিটারি ন্যাপকিন নিয়ে পরিবেশ সচেতনার বার্তা দিলো চন্দননগরের ভূ-সংকল্পের প্যাডম্যান, ভূগোলের শিক্ষক সুমন্ত বিশ্বাস। সকলের কাছে এই নামে পরিচিতি পেয়েছেন তিনি। পাশাপাশি বেশ কয়েক বছর ধরে পূর্বাশার সাথে কাজ করছেন। পাশাপাশি এগিয়ে এসেছে ভারতীয় সুন্দরবনের দক্ষিণ পূর্বদিকের প্রান্তিক স্কুল শান্তিগাছী। স্কুলের অসংখ্য ছাএীদের উপস্হিতি অনুষ্ঠানের সাফল্য রূপদান করে।
প্রাইভেট টিউশন করে সংসার চালিয়ে যে সমাজের পাশে এগিয়ে এসেছেন তা প্রশংসিত। আমরা যারা স্কুল, কলেজে পড়ালেও আর্থিক সচ্ছলতা যথেষ্ট থাকলে এগিয়ে আসতে পারি না। তাদের বলবো আপনারা সরাসরি শিক্ষক সুমন্ত বিশ্বাসের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বেশির ভাগ খেএে দেখতে পাই এক্সকারসন মানে কলেজ বা স্কুলে থেকে ঘুরতে যাওয়া। সাথে বিষয়ভিত্তিক কাজকর্ম করা, সেগুলিকে পরে যুক্তি সংগত ব্যাখ্যা করা।বিভিন্ন সমষ্যা ও সমাধানের কয়কপাতা লেখালেখি করে ডির্পাটমেন্টে সংশিল্ট স্যারের কাছে জমা দেওয়া। এটাই বেসিক এক্সকারসনের প্যার্টান।
সুমন্তবাবু সেই পথে না গিয়ে অল্প খরচে সংশিল্ট রিমোট এলাকায় নিয়ে গিয়ে ছেলেমেয়েদের দিয়ে আর্থসামাজিক সমীক্ষা ছাড়া সামাজিক দায়বন্ধতার কাজে জড়িয়ে পড়ে। প্রান্তিক মেয়েদের সাথে কথা বলে স্যানিটারি ন্যাপকিনসচেতনতার বার্তা দিতে থাকেন। দিলাম বা নিলাম তা কিন্তু নয় আমরা বিষয়টি কয়েক বছর ধরে সুন্দরবনের নিদির্ষ্ট অঞ্চলে মনিটরিং করা হচ্ছে । পূর্বাশা আপ্রান এ বিষয় নিয়ে সচেতনতা বাড়ানো চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি সুন্দরবনের ম্যানগ্রোভ কার্বন শোষণের ক্ষমতা হারাচ্ছে। সোশ্যাল ফরেস্টি এলাকায় নির্বিচার ম্যানগ্রোভ কেটে ফেলায় দূষণ বেড়েই চলেছে। ফলে জলের নোনাভাব বেড়ে গিয়ে কার্বন ডাই অক্সাইড শোষণ করার ক্ষমতা হারাচ্ছে ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ, গুল্ম ঘাস, ফাইটোপ্লাঙ্কটন, মোলাস্কাস ক্রমাগত তাদের কার্বন ডাই অক্সাইড শোষণের স্বাভাবিক ক্ষমতা হারিয়ে ফেলছে। অথচ গাছের শরীরে জমিয়ে রাখা কার্বনকে বলা হয় ব্লু কার্বন। কার্বন ডাই অক্সাইড শোষণের ফলে কমে উষ্ণায়নের মাত্রা, জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রভাব থেকেও কার্বন রক্ষা করে গাছ। এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চলে মোটামুটি ৬৬২ কোটি টন কার্বন ডাই-অক্সাইড আটকে আছে! উল্লেখ্য পরিবেশ রক্ষা ও ভুমিক্ষয় রোধে পূর্বাশার পাশে এগিয়ে এসেছে চন্দননগরে প্যাডম্যান শিক্ষক সুমন্ত বিশ্বাসে ভূ-সংকল্প প্রতিষ্ঠান।
উমাশঙ্কর মন্ডল বলেন, সুন্দরবনের ইকোলজিকে বাঁচাতে গেলে আর্থসামাজিক দিকে বিশেষ নজর দিতে হবে।আরো প্রয়োগমূলক কার্যকারিতা মানুষের মধ্য বিষয়ভিত্তিক সমন্বয় বাড়াতে হবে।
শান্তিগাছী হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন -“এই ধরনের সচেতন প্রোগাম স্কুলের ছাএীদের ও একটি অঞ্চলের জন্য বিশেষ ভূমিকা পালন করে। আমি চাইবো উমাশঙ্করের মাধ্যমে আরো প্রোগাম হোক।পাশাপাশি দুই সংস্থার সাফল্যকামনা করি “