|
---|
নতুন গতি ডিজিট্যাল ডেস্কঃ প্রকাশিত হল ESPN ওয়ার্ল্ড ফেম সেরা ১০০ তালিকা, সেরা দশের মধ্যেই রয়েছেন বিরাট কোহলি। কার্যত সপ্তম স্থানে রয়েছেন তিনি।প্রথম স্থানে রয়েছেন পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ান রোনাল্ডো। দ্বিতীয় স্থানে রয়েছেন পূর্বতন বাস্কেটবল খেলোয়াড় লারবন জেমস। তৃতীয় স্থানে রয়েছেন বার্সেলোনা খ্যাত ফুটবলার লায়োনেল মেসি। ভারতীয় খেলোয়াড়্রদের মধ্যে ১৩ তম স্থানে রয়েছেন ক্যাপ্টন কুল এম এস ধোনি।সেরা ১০০ তালিকায় মহিলা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ১৭ নম্বরে সেরেনা উইলিয়ামস। ৩৭ নম্বরে রয়েছেন মারিয়া সারাপোভা। সানিয়া মির্জা ভারতের একমাত্র মহিলা খেলোয়াড় হয়ে রয়েছেন ৯৩ তম স্থানে। প্রসঙ্গত উল্লেখ্য যে প্রতিবছর ESPN এর তরফে বিশ্বের সেরা খেলোয়াড় নিয়ে এই তালিকা বের করা হয়।