সেই আতঙ্ক না থাকলেও ফের চোখ রাঙাচ্ছে করোনা

নিজস্ব সংবাদদাতা : সেই আতঙ্ক না থাকলেও ফের চোখ রাঙাচ্ছে করোনা । বাংলার পরিস্থিতি আর আগের মতো নেই। কিন্তু ফের দেশের নানা প্রান্তে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে করোনার চতুর্থ ওয়েভে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ফের আসরে নামছে কলকাতা মাস্ক মাস্ট’ প্রচারে নামবে কলকাতা পুরসভা। পুরসভার ১৪৪টি ওয়ার্ডে হবে প্রচার। মাইকে প্রচার এর পাশাপাশি আশাকর্মীরা বাড়ি বাড়ি লিফলেট বিলি করবেন সচেতনতা বাড়ানোর জন্য।মাস্ক-এর সঙ্গে স্যানিটাইজারের ব্যবহার এবং পারস্পরিক দূরত্ব রাখার পরামর্শ কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের চিকিৎসকদের।আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ কলকাতা পৌরসভার। কলকাতা ও সংলগ্ন এলাকায় এখনও পরিস্থিতি উদ্বেগজনক নয়, বরং অনেকটাই সন্তোষজনক। পরিস্থিতি পর্যালোচনায় পাশাপাশি প্রতিটি মানুষকে ব্যক্তিগতভাবে করো না বিধি মেনে সতর্ক থাকার পরামর্শ।মঙ্গলবার জরুরি বৈঠকে বসে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ। পরিস্থিতি পর্যালোচনায় প্রতিদিন বৈঠক করবেন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকেরা।জ্বর সর্দি-কাশি সহ করোনার উপসর্গ দেখা দিলেই স্বাস্থ্য কেন্দ্র থেকে পরীক্ষা করান। কলকাতার নাগরিকদের পরামর্শ পুরসভার।নিয়মিত কোভিড টিকা নেওয়ার পরামর্শ পুরসভার স্বাস্থ্য কর্তাদের। এদিকে নিয়ে বৈঠকে কোভিড পরীক্ষার পাশাপাশি কোভিড নিয়েও আলোচনা হয়।শহরের কোথাও কোভিড আক্রান্ত হলেই বিশেষ ব্যবস্থা। এলাকায় নজরদারি চালাবে কলকাতা পৌরসভা। স্যানিটাইজেশন থেকে শুরু করে পুরসভার স্বাস্থ্য বিভাগ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।প্রতিটি ওয়ার্ডের স্বাস্থ্য বিভাগের আধিকারিক, কর্মী এবং কাউন্সিলরদের সতর্ক থাকার পরামর্শ। কেউ কোভিড আক্রান্ত হলেই কলকাতা পুরসভার সদর দপ্তরের স্বাস্থ্য বিভাগে জানানোর অনুরোধ । ভিন রাজ্য থেকে সংক্রমণ ছড়াতে সময় লাগবে না সতর্কবার্তা কলকাতা পুরসভার।রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশ মেনে কোভিড পরিস্থিতির জন্য পরিকাঠামো প্রস্তুত রাখতেও কলকাতা পুরসভা তৎপর।