অবশেষে করোনা স্বাস্থ্যবিধি মেনেই শুরু হলো স্কুল

ইকাবুল, নতুন গতি, নদিয়া: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো। করোনাভাইরাস এর জন্য প্রায় ১১ মাস স্কুল বন্ধ। সার্বিক ক্ষতির পাশাপাশি বা পড়াশোনার এক বিরাট অংশের ক্ষতি হয়েছে এই ভাইরাসের ফলে। অবশ্যই কিছু দিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্লাস হলেও সোশ্যাল মিডিয়ায় ক্লাস করার যাবতীয় উপকরণ সকল ছাত্র-ছাত্রী এবং কিছু এলাকায় এক দুষ্কর ব্যাপার।

     

    ফলে শিক্ষা মহলের বিশেষজ্ঞদের দীর্ঘদিন চিন্তাভাবনার পর অবশেষে শুরু হল করোনা স্বাস্থ্যবিধি মেনে স্কুল। ফলে খুশি এক বিরাট অংশের অভিভাবক অভিভাবিকা সহ ছাত্রছাত্রীরা। কারণ দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায়, তারা বুঝতে পেরেছে পড়াশোনার পেছনে স্কুলের অবদান কতখানি।

     

    আর আজ অন্যত্র স্থানের মতই নাকাশিপাড়ার কাশিয়াডাঙ্গার সুধাকর পুর উচ্চ বিদ্যালয় (উঃ মা)। স্কুল শুরু থেকেই করোনা স্বাস্থ্যবিধির মান্য করার ব্যাপারে তীব্র সতর্ক ছিল স্কুল কর্তৃপক্ষ। এবং রোল নাম্বার অনুযায়ী ক্লাস ভাগ করে দেয় স্কুল কর্তৃপক্ষ, যাতে একটা ক্লাস রুমে বহু ছাত্রের ভিড় না জমে।