|
---|
মহঃ ইউশা আব্বাসী, হাওড়া: মুন্সিরহাট এভারগ্রীন সোসাইটির পরিচালনায় প্রতি বছরের ন্যায় এ বছরও ঈদুল ফিতরের উপলক্ষে যে তিনদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজ তার দ্বিতীয় দিন. আজকের বিভিন্ন খেলা যেমন বাচ্চাদের মিউজিক্যাল বল,মিউজিক্যাল চেয়ার,ফগ ফ্রগ রেস,মাঠে চোখ বেঁঁধে হাঁস ধরা এবং অঙ্কন প্রতিযোগিতা।
আজকের সমস্ত ইভেন্টর মধ্যে চোখে পরার মত আকর্ষণীয় প্রতিযোগিতা হলো অঙ্কন প্রতিযোগিতা কারণ অনূর্ধ্ব 14 বছর পর্যন্ত প্রতিযোগীদের মধ্যে *সবচেয়ে খুদে তিন বছরের ছেলে সৈয়দ ঈশান হক মুন্সির* অংশগ্রহণকে আকর্ষণীয় করে তোলে অনুষ্ঠানটিকে। অঙ্কন প্রতিযোগিতার আগত বিচারক এবং বিভিন্ন বুদ্ধিজীবীরা এটাকে সাধুবাদ জানিয়ে তাকে দোয়া এবং আশীর্বাদ করেন। তারা মুন্সিরহাট এভারগ্রীন সোসাইটিরকে পরামর্শ দেন এরকম ছোট বাচ্চাদেরকে নিয়ে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান করার জন্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর এর বিধায়ক সীতানাথ ঘোষ মহাশয় এবং সমাজের বিশিষ্ট সমাজসেবী এবং বিভিন্ন বুদ্ধিজীবীরা।