নব গঠিত ময়নাগুড়ি পৌরসভার ক্ষমতা দখলে মরিয়া হয়েছেন ডান-বাম প্রতিটি রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক:- নব গঠিত ময়নাগুড়ি পৌরসভার ক্ষমতা দখলে মরিয়া হয়েছেন ডান-বাম প্রতিটি রাজনৈতিক দল। ময়নাগুড়ির বেশ কিছু জ্বলন্ত সমস্যাকে সামনে রেখেই নির্বাচনী প্রচারে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ময়নাগুড়ির ৬ নম্বর ওয়ার্ডের ড্রেন সমস্যা সমাধান, জল নিকাশি ব্যবস্থা, পানীয় জল, রাস্তা ঘাট উন্নয়নকে সামনে রেখেই প্রচারে নেমেছেন ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী বরুন ঘোষ। ইতিমধ্যেই নিজের ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার পর্ব শেষ করে দ্বিতীয় পর্বে প্রচার শুরু করেছেন। তৃণমূল প্রার্থী বরুণ ঘোষ বলেন, “আমার ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করার বার্তা নিয়েই প্রচার করছি। ইতিমধ্যেই আমার প্রথম পর্বে বাড়ি ।বাড়ি প্রচার শেষ। দ্বিতীয় পর্বে পুনরায় প্রচার শুরু করেছি। আমি অত্যন্ত আশাবাদী, আমি এই ওয়ার্ডে জয়যুক্ত হবো।”

    অন্যদিকে ওই ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী তপন পারিয়াল ও হাল ছাড়তে নারাজ। তিনিও এলাকার সার্বিক উন্নয়ন সহ পরিকাঠামোগত সমস্যা সমাধানের বার্তা নিয়ে প্রচার চালাচ্ছেন। ময়নাগুড়ির বৈদ্যুতিক চুল্লি, শিক্ষা, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটানো, রাস্তার উন্নয়ন, জল নিকাশি ব্যবস্থার উন্নয়নকে সামনে রেখেই প্রচারে বেড়াচ্ছেন তপন পারিয়াল। তিনি বলেন, ” আমি অত্যন্ত আশাবাদী যে আমাদের দলকে মানুষ বিপুল ভোটে জয় যুক্ত করবেন। মানুষের সার্বিক উন্নয়নকে সামনে রেখেই নির্বাচনের প্রচারে যাচ্ছি। ব্যাপক সাড়া মিলছে।