|
---|
মহম্মদ রিপন,মুরারই
সারা দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। দিল্লির মসনদ দখলের লড়াইয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে। 1951 সালে প্রথম নির্বাচন শুরু হয়। কালের বিবর্তনে কেটে গেছে অনেকটা সময়। বহু পথ এখন অজানা। বিজ্ঞানের অবদানে মানুষের জীবনযাত্রায় এসেছে এক আমূল পরিবর্তন। প্রথম লোকসভা নির্বাচনে যেখানে কাগজের ব্যবহার হয়েছিল ভোট গ্রহণ কেন্দ্রে সেখানে আজ 2019 সালে এসে বিজ্ঞানের সাফল্যে ভোট গ্রহণ মেশিন কেন্দ্রিক। ঠিক তেমনি 1980 সালে, এমবি হানিফা প্রথম ভারতীয় ব্যক্তি প্রথম ভোটিং মেশিন আবিষ্কার করলে উচ্চপদস্থ আধিকারিকরা তাকে পাগল বলে আখ্যা দিয়েছিলেন।বৈদ্যুতিকভাবে পরিচালিত গণনা যন্ত্রটি । তার মূল নকশা (ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করে) তামিলনাড়ুতে ছয়টি শহরে অনুষ্ঠিত সরকারি প্রদর্শনীগুলিতে জনসাধারণের কাছে প্রদর্শিত হয়েছিল 15 ই সেপ্টেম্বর। ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড এবং ইলেক্ট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের সহযোগিতায় ভারতের নির্বাচন কমিশন 1989 সালে ইভিএমগুলি কমিশন ভুক্ত করা হয়েছিল। সীমিত সংখ্যক ভোটকেন্দ্রে কেরালার উত্তর পারভুর বিধানসভা কেন্দ্রে প্রথম নির্বাচনে ইভিএমগুলি 198২ সালে প্রথমবারের মতো ব্যবহার করা হয় । আর সেই সময় থেকে ভারতবর্ষের বুকে এক নতুন অধ্যায়ের সূচনা হয়।